যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি ) স্কুল অ্যান্ড কলেজ
পাঠদান অনুমতি
(ক) নিম্ন মাধ্যমিক:
স্মারক নম্বর: বিঅ/৩৭০(৫) তারিখ: ০৯/০২/২০০৪ খ্রি.
(খ) মাধ্যমিক: &nb...
Discover MoreVice Chancellor
Jashore University of Science and Technology (JUST) School and College is a much-desired educational institution for the students of Jashore. A large number of students of this educational institution are passing the golden terminus of success every year riding on the harmony of science, humanities, and business education. The fair environment for secondary and higher secondary education has been created here with sacrifice, labor and talent of many people. Our key motive is to stimulate the ideal fresher of JUST School and College with the...
Principal
Jashore University of Science and Technology School and College (JUST School and College) is established and run by Jashore University of Science and Technology. This school and college aim at promoting excellent education in keeping with the world standard for the children who will lead the nation in the future. This institution upholds the vision and mission of the university and is committed to building up the future citizens who will be morally, physically and mentally fit to serve the family, society and the nation. Our teachers ar...
There are many variations of passages available the majority have suffered alteration injected humour.
There are many variations of passages available the majority have suffered alteration injected humour.
There are many variations of passages available the majority have suffered alteration injected humour.
আমরা প্রত্যেকেই চাই- আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হোক। কখনো কি এমন কিছু স্বপ্নের তালিকা করেছি? তাহলে শুরু করা যাক এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যপার যা আমাদের জীবনে সত্য এবং বাস্তব হয়ে আসুক।
প্রথমত এটি স্পষ্ট এবং পরিস্কার হবার প্রয়োজন যে আমাদের স্বপ্নের তালিকার উপলব্ধিটা কেমন। প্রকৃতপক্ষে অবশ্যই স্বপ্ন গড়া ভালো, কিন্তু স্বপ্নগুলো স্পষ্ট নয়। সুতরাং এর আত্ম-উপলব্ধির পরিবর্তন প্রয়োজন।
স্বপ্ন, লক্ষ্য এবং অর্জন এই তিনের মাঝে পার্থক্য কোথায়? স্বপ্ন অনেক অনেক হতে পারে। যদিও আমরা স্বপ্ন দেখতেই ভালবাসি। কিন্তু তা অর্জনের তেমন সচেষ্ট থাকি না। সময় যেমন পরিবর্তন হয় তেমনি আমাদের চিন্তা-ভাবনা এবং স্বপ্নগুলোও পরিবর্তন হতে থাকে। প্রতিদিনই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের মাঝেই আমাদের স্বপ্নগুলো হারিয়ে যায়।
অনেক অনেক স্বপ্নগুলোর মধ্য থেকে কিছু স্বপ্ন বাস্তবায়নে এবং তা অর্জনে আমরা যখন সচেতনভাবে কাজ করি সেটাই হচ্ছে লক্ষ্য। সুতরাং লক্ষ্য হল- পরিশোধিত কিছু স্বপ্ন অর্জনের জন্য কাজ করা।
অর্জন তো সেটাই যখন স্বপ্নকে বাস্তবায়ন করে তা উপভোগ করা। এই উপভগের মাঝে চরম সুখ রয়েছে। একটি সফল অর্জন এই অনাবিল সুখ দিতে পারে। তাই আমারা বলে থাকি, “কষ্ট করে পাওয়ার মাঝে সুখ আছে”। আর এই কষ্ট বলতে আমাদের কাজের প্রয়াসকেই বুঝে থাকি।
উদাহরণ হিসেবে ধরা যাক, আমার একটি বাগান রয়েছে। সেই বাগানের সৌন্দর্য বর্ধনে কিছু ফল-ফুলের চারা গাছ রোপণ করা জরুরী। এইমতবস্থায়, আমার ভালো লাগে এমন কিছু চারা নির্বাচন করা উচিৎ যা আমার বাগানে স্থান পাবে, তাই নয় কি? ঠিক এইভাবেই কোটি কোটি স্বপ্ন থেকে শত শত স্বপ্ন বাছাই এবং তালিকা তৈরি করে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং তা অর্জন করাই আমাদের কাম্য হওয়া উচিৎ।
লক্ষ্য এমন কিছু যা স্বপ্নের থেকেও বেশী কার্যকরী। অর্থাৎ স্বপ্নের গঠন হয় শুধু মাত্র কল্পনায় কিন্তু লক্ষ্য সেটাই যার বাস্তবিক অর্থ বিদ্যমান থাকে। আমাদের ইচ্ছা শক্তির মাধ্যমে আমাদের স্বপ্ন চোখের সামনে চলে আসে। আমাদের দৃষ্টি সেই লক্ষ্যের দিকে প্রখর হয়ে পড়ে। ফলশ্রুতিতে আমারা লক্ষ্যের প্রতি সজাগ হয়ে উঠি। সুতরাং আমাদের উচিৎ প্রেরণার উৎস গুলোকে নিয়ে লক্ষ্যের প্রতি এগিয়ে যাওয়া। লক্ষ্য অর্জনে আমাদের যা প্রয়োজন সফলভাবে কিছু স্বপ্নকে বাস্তবে চোখের সামনে দেখতে চাইলে অথবা পেতে চাইলে প্রচুর উদ্দমতা নিয়ে কাজ করে যেতে হবে। অনেক অনেক স্বপ্ন থেকে এমন কিছু স্বপ্নকে বাছাই করে তা বাস্তবায়ন করতে সচেষ্ট থাকতে হবে। সম্ভাবনার দুয়ার দেখি, শুধু দেখলেই হবে না। সেই দুয়ার দিয়ে প্রবেশ করতে হবে নতুন কিছু আবিস্কার করার জন্য। সাধারণত একটি পংক্তিবিন্যাস করা যেতে পারে, যার একটি মাধুর্যতা বজায় থাকবে। লক্ষ্য অর্জন হলেই তা সফল হল বলে বিবেচিত হয়। কিছু সংখ্যক দরকারি উপাদান নির্ধারণ করে তা বাস্তবে অর্জন করা আমাদের লক্ষ্যের বিবেচ্য বিষয়।